সদর প্রতিনিধি >>
ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয়ের ২শ’ গরীব ও মেধাবী শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আবু দাউদ মো: গোলাম মোস্তফা।
মোটবী ইউনিয়ন চেয়ারম্যান অধ্যাপক এম. এ খালেকের সভাপতিত্বে অনুষ্ঠনে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার পিকেএম এনামল করিম, এলজিএসপি-২এর জেলা ফেসিলেটর পিন্টু চন্দ্র দাস, ফেনী জেলা শিক্ষক সমিতির সভাপতি ডিএম একরামুল হক।
প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক চুট্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সকল সদস্য, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ ইউনিয়নে অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় তলিয়ে যাওয়া আমন বীজতলা ও ক্ষেত পরিদর্শন করেন।
সম্পাদনা: আরএইচ
মোটবীতে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ
