সোনাগাজী প্রতিনিধি>>
সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মীর এমরানকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার রাতে উপজেলার ডাক বাংলায় এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার রাতে মঙ্গলকান্দি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মীর এমরান ডাক বাংলায় প্রয়োজনীয় কাজ সারাতে আসেন। এ সময় পূর্ব ঘটনার জের ধরে বাদল গ্রুপের লোক জন তাকে কুপিয়ে গুরুতর আহত করে। তার শোরচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার ফেসবুকের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে মঙ্গলকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ দরদি গ্রুপের সাথে একই ইউনিয়নের ইউপি সদস্য বাদল গ্রুপের সংঘর্ষ হয়। সংঘর্ষে দরদি গ্রুপের মামুন, পলাশ, আরিফ ও বাদল গ্রুপের হোনা মিয়া, পিয়াস গুরুতর আহত হয়। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।
সম্পাদনা: এনকে
সোনাগাজীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম







