ভেঙ্গে পড়ছে ছাগলনাইয়ার শুভপুর ব্রিজ • নতুন ফেনীনতুন ফেনী ভেঙ্গে পড়ছে ছাগলনাইয়ার শুভপুর ব্রিজ • নতুন ফেনী
 ফেনী |
২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ভেঙ্গে পড়ছে ছাগলনাইয়ার শুভপুর ব্রিজ

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০২:০৮ অপরাহ্ণ, ১৩ সেপ্টেম্বর ২০১৫

মো: কামরুল হাসান>>
ভেঙ্গে পড়ছে ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের দৃষ্টিনন্দন শুভপুর ব্রিজটি। মানহীন কাজ ও সংস্কারের অভাবে ব্রিজের বেশ কয়েক স্থানে ফাটল ও দু’একটি অংশ ভেঙ্গে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, ১৯৫২ সালে ফেনীর ছাগলনাইয়া ও চট্টগ্রামের মিরসরাই উপজেলার মধ্যবর্তি স্থানে দু’ অঞ্চলের মানুষের যোগাযোগের জন্য নির্মিত শুভপুর ব্রিজ দীর্ঘদিন যাবৎ সংস্কার কাজ না করায় এর কয়েকটি অংশে ফাটল ধরে কার্পেট সহ রট নিচের দিকে ধসে পড়েছে। ফলে জীবনের ঝঁকি নিয়ে সিএনজি, অটোরিকশা, নসিমন, করিমন, ভডভটি ছাড়াও ভারী যানবাহন চলাচল সাময়িক  বন্ধ রয়েছে।
জানা যায়, ১৯৭১ সালে পাকবাহিনীদের গুলিতে ক্ষত-বিক্ষত হয় এ ব্রিজ। এখানে স্বাধীনতা যুদ্বের উপর নির্মিত ‘কলমীলতার’ একটি চলচিত্র নির্মাণ করা হয়েছিলো। ১৯৯১ সালের ২৯ এপ্রিল ঘুর্ণিঝডের সময় শুভপুর ব্রিজের উত্তর অংশ ভেঙে যায়। পরবর্তীতে তা সংস্কার করে ভাঙা অংশ  লেকে রুপান্তরিত হয়।
স্থানীয় বাসিন্দা ছানাউল্লাহ বলেন, বর্তমানে এখানে রয়েছে একটি বেডি বাঁধ ও লেক। প্রতি বছর এখানে হাজার হাজার পর্যটক ভীড় জমায়। বেড়ি বাঁধের দুপাশে রয়েছে বাঁধ রক্ষার জন্য বড় পাথর। যা ভ্রমন পিয়াসুদেরকে মুগ্ধ করে তোলে।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.