শহর প্রতিনিধি>>
ফেনীতে পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ রেজাউল হক পিপিএম।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ আমিরুল আলম, ফেনী মডেল ধানার পরিদর্শক মাহবুব মোরশেদসহ জেলায় কর্মরত সকল থানার পরিদর্শক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে বিশেষ অবদানের জন্য পুলিশ অফিসারদরে পুরস্কৃত করা হয়।
এর আগে ফেনী জেলা গোয়েন্দা পুলিশের এসআই মেজবাহ উদ্দিন পুরিদর্শক পদে পদোন্নতি পাওয়ায় সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় তাকে পদোন্নতি ব্যাচ পরিয়ে দেন সুপার মোঃ রেজাউল হক পিপিএম।
সম্পাদনা: আরএইচ