সোনাগাজী প্রতিনিধ>>
সোনাগাজীতে মদ্যপানে বাঁধা দেয়ায় প্রতিপক্ষের উপর হামলার ঘটনায় ৪ জন আহত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুঠিরহাট বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার স্থানীয় আ’লীগ নেতা প্রবাসী আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে মদ পান করে অসামাজিক আচারণ করে। বিষয়টি নিয়ে স্থানীয় বেলাল, সুমন ও নজরুল তার সাথে কথা বলতে চাইলে আলমগীর তাদের উপর চড়াও হয়। এসময় উভযের মধ্যে বাক-বিতন্ডা হয়। পরে শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে আলমগীর দলবল নিয়ে কুঠিরহাট বাজারের জামালের চায়ের দোকানের সামনে অতর্কিত অক্রমন চালায়। এসময় বগাদানা ইউনিয়নের মান্দারী গ্রামের নুর নবীর ছেলে নুরুল আলম, একই ইউনিয়নের মো: হানিফের ছেলে ফারুক, আবুল কাশেমের ছেলে আমির হোসেন, সেকান্তর মিয়ার ছেলে জসিম উদ্দিন আহত হয়। তাদের স্থানীয়রা তাদের উদ্ধর করে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। আহত নুরুল আলমের অবস্থা আশঙ্কাজনক।
সোনাগাজী মডেল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্মশন করেছেন।
সম্পাদনা: আরএইচ