শহর প্রতিনিধি>>
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের কৃতি সংবর্ধনার প্রদান করা হয়েছে। ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির ক্রীসকপ এর আয়োজনে শনিবার সন্ধ্যায় সমিতি অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমিতি বোর্ডের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেনারেল ম্যানেজার মো: মিজানুর রহমান।
আবদুল মোতালেব বলেন, যারা ভালো ফলাফল করেছে তাদের এ সংবর্ধনা অনুষ্ঠান দেখে অন্যান্য ছাত্র-ছাত্রীরা উৎসাহ পেয়ে বেশী বেশী পড়া-শুনা করে কৃতিত্ব অর্জনে এগিয়ে আসবে।
মিজানুর রহমান বলেন, ফেনী পল্লী বিদ্যুাৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী মিলে একটি পরিবার। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সন্তানরা উৎসাহ বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে চারজন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে।
সম্পাদনা: আরএইচ
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তার সন্তানদের কৃতি সংবর্ধনা
