সোনাগাজী প্রতিনিধি>>
সোনাগাজীতে আবুল খায়ের (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে পৌরসভার ৫নং ওয়ার্ডের মোল্লাবাড়ী সংলগ্ন স্থান থেকে তার লাশ উদ্ধঅর করা হয়।
পুলিশ জানায়, ওই দিন রাতে রাস্তার পাশে একটি মৃতদেহ পড়ে আছে স্থানীয়দের এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। রাতেই তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে বৃহস্পতিবার সকালে পারিবারিক কবরস্থানে দাকে দাফন করা হয়। আবুল খায়ের একই উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের ছমদ আলী মাঝি বাড়ী বাড়ির বাসিন্দা।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক হারুন অর রশিদ মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদনা: আরএইচ/এএইচআর







