নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে জামায়াত-শিবিরের ৪০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতভর বিশেষ অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, শনিবার দিনগত রাতে জেলার ৬টি উপজেলায় বিশেষ অভিযান পারিচালনা করে পুলিশ। নাশকতা এডড়াতে জেলা জামায়াদের সহকারী সেক্রেটারী মাওলানা মাহমুদুল হাসান, অফিস সম্পাদক শফিকুর রহমান, সহ-অর্থ সম্পাদক মাকছুদুর রহমান, দাগনভূঞা পৌর জামায়াতের আমির গাজী সালাহ উদ্দিন ও ছাগলনাইয়া পৌর জামায়াতের সেক্রেটারী কবির আহাম্মদ ও সোনাগাজীর বগাদানা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মিজানুর রহমানসহ ৪০ জনকে আটক করে পুলিশ।
এ ব্যাপরে পুলিশ সুপার মো: রেজাউল হক রবিবার দুপুরে পুলিশ সুপারের সভাকক্ষে সাংবাদিক সম্মেলনের এ তথ্য জানান।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে জামায়াত-শিবিরের ৪০ নেতাকর্মী আটক
