সদর প্রতিনিধি>>
ফেনীতে অস্ত্রসহ অরুন চন্দ্র দাস (২৮) নামে আরো এক যুবকে আটক করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের পেট্রোবাংলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ১টি এলজি ও ১টি কার্তুজসহ অরুন চন্দ্র দাসকে আটক করা হয়। পুলশ জানায়, তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। আটককৃত অরুন চন্দ্র দাস তুলাবাড়িয়া এলাকার রঞ্জিত দাসের ছেলে।
ফেনী মডেল থানার পরিদর্শক মাহবুব মোরশেদ অস্ত্রসহ যুবক আটকের সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদনা: আরএইচ