শহর প্রতিনিধি>>
ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষক মাওলানা আবুল কাশেমের স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে ফেনী পশ্চিমাঞ্চল কমিউনিটির আয়োজনে শহরের একটি হোটেলে এ দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি আবুল কাশেম সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ফেনী প্রেস ক্লাবের সভাপতি নুরুল করিম মজুমদার, সিন্দুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এডভোকেট এম শাহজাহান সাজু, প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মহিউদ্দিন খোন্দকার, চর কালিদাস মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল্লাহ আল মাহমুদ ইমতিয়াজ, মরহুমের বড় ভাই জালাল আহমদ, লতিফপুর ইসলামিয়া মাদ্রাসার পরিচালক মাও. নুরুল আফসার নদভী, রোটারিয়ান দেলোয়ার হোসেন মিলন, কমিউনিটির সহ-সভাপতি মকবুল আহমদ।
কমিউনিটির সাধারণ সম্পাদক এম.এইচ জাহাঙ্গীর এর সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনটির নির্বাহী ও সাধারণ সদস্যসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন জহিরিয়া মসজিদের খতিব মুফতি মোঃ ইলিয়াস।
উল্লেখ্য: মাওলানা আবুল কাশেম তার জীবদ্দশায় ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ফেনী পশ্চিমাঞ্চল কমিউনিটির ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
সম্পাদনা: এনকে
ফেনী পাইলটের সাবেক শিক্ষক আবুল কাশেমের স্মরণসভা
