নিজস্ব প্রতিনিধি >>
ফেনীতে স্থানীয় সরকার উন্নয়ন বিষয়ক এডভোকেসি ওয়ার্কসপের আয়োজন করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক। সেমাবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: হুমায়ুন কবির খোন্দকার।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু দাউদ মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এনামুল হক ও ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাক’র প্রতিনিধি অরুন কুমার দাস ও প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক ব্রক্ষানন্দ দাস।
অনুষ্ঠানে ফেনী প্রেস ক্লাব সভাপতি নুরুল করিম মজুমদার, ফেনী রিপোর্টাস ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক প্রথম আলো’র ফেনী প্রতিনিধি আবু তাহের, দৈনিক সমকাল’র ফেনী প্রতিনিধি শাহজালাল রতনসহ ফেনীতে কর্মকর ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ/এনকে
ফেনীতে স্থানীয় সরকার উন্নয়ন বিষয়ক ওয়ার্কশপ
