শহর প্রতিনিধি >>
মানবতাবিরোধী অপরাধী জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আবেদনের ফাঁসির রায়ের রিভিউ শুনানিকে কেন্দ্র করে ফেনীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে ফেনীতে আইন শৃঙ্খলাবানিহী বেশ সতর্ক অবস্থায় রয়েছে। শহরে প্রতিটি মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে র্যব-পুলিশ ও বিজিবি’র বিশেষ নিরাপত্তা। যে কোন ধরণের নাশকতা এড়াতে টহল বাড়ানো হয়েছে।
এ বিষয়ে ফেনী মডেল থানার পরিদর্শক মাহবুব মোরশেদ বলেন, যে কোন ধরণের নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।
সকাল নয়টা ১০ মিনিট থেকে শুনানি চলছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মৃত্যুদন্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) আবেদনের শুনানি শুরু হয়। মুজাহিদের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন প্রথমে শুনানি শেষ করেন। বেলা ১১টা থেকে রাষ্ট্রপক্ষে শুনানি করছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চে শুনানি চলছে। অন্য বিচারপতিরা হচ্ছেন, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এদিকে মুজাহিদের রিভিউ শুনানি শেষে একই আপিল বেঞ্চে মৃত্যুন্ড প্রাপ্ত অপর শীর্ষ যুদ্ধাপরাধী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর রিভিউ আবেদনেরও শুনানি শুরুর কথা রয়েছে।
সম্পাদনা: আরএইচ
মুজাহিদের রায়কে কেন্দ্র করে ফেনীতে বিশেষ নিরাপত্তা







