শহর প্রতিনিধি>>
পথ শিশুদের মাঝে স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী ও প্রচারপত্র বিলি করা বিতরণ করেছে রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব। রবিবার ফেনী রেলওয়ে স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জোনের এসিস্টেন্ট গভর্ণর রোটারিয়ান পিপি মোস্তফা আজিজুল মুনির।
ক্লাব’র সেক্রেটারী মহিম উদ্দিন পৃথিবীর সঞ্চালনায় ও ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান সিপি আবদুল আউয়াল সবুজ পিএইচএফ’র শুভেচ্ছা বক্তবের্য মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রোটারী ক্লাব অব ফেনী অপরূপার প্রেসিডেন্ট রোটারিয়ান নজরুল ইসলাম সবুজ ও বিশিষ্ট সমাজকর্মী করিম উল্যাহ আজাদ ।

এসময় অন্যান্যদের মাঝে রোটারী ক্লাব অব ফেনী সেন্ট্রালের রোটারিয়ান পিপি শাহীন হায়দার, অপূর্বের প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান সাইদুল মিল্লাত মুক্তা, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান হানিফ মজুমদার মিন্টু ও রোটারিয়ান মিয়া মোঃ করিমুল হক, সদস্য রোটারিয়ান মনিরুল ইসলাম ও রোটারিয়ান কামরুল ইসলাম পাটোয়ারী, রোটার্যাক্ট ক্লাবের চার্টার প্রেসিডেন্ট আরাফাত উল মিল্লাত দিপুল, চার্টার সেক্রেটারী মাখজাম হায়দার মিরাজ, আলাউদ্দিন আহমেদ রায়হান, ফেনী যুব রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান মঞ্জিলা আক্তার মিমি ও উপ প্রধান নাহিদ হাসান উপস্থিত ছিলেন।
ক্লাব’র পক্ষ থেকে ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে খোলা আকাশের নীচে পরিচালিত “পথকলি” স্কুলের সত্তর জন শিক্ষার্থীসহ স্টেশনে উপস্থিত শতাধিক অসহায় শিশুদের মাঝে সাবান, টুথপেষ্ট, ব্রাশ, ভ্যাসেলিন, নেইল কাটার ইত্যাদি প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী ও স্বাস্থ্যসেবা সম্পর্কিত প্রচারপত্র বিলি করা হয়।
সম্পাদনা: আরএইচ








