শহর প্রতিনিধি>>
অপহরণের ১১ দিন পর মিলন শিকদারকে বস্তাবন্ধি অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার আলোকদিয়া রেলওয়ে থেকে উদ্ধার হয়ে আধুনিক ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ভুক্তভোগী ও পরিবার সূত্র জানায়, ৬ ডিসেম্বর রাতে কানন সিনেমা হলের সামনে মাদক পাচার করতে মিলন শিকদারকে চাপ প্রয়োগ করে পূর্ব উকিলপাড়ার নুর ইসলামের ছেলে আজাদ, মিলন কন্ট্রাক্টর, সাইদুর ও রুবেল। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় জোরপূর্বক তাকে সিএনজি অটোরিকশায় তুলে মৌলভীবাজার এলাকায় নিয়ে যায়। সেখানে একটি ভবনে আটকে রেখে শারিরীক ও মানষিক নির্যাতন চালায়। এসময় তাকে ব্লেড দিয়ে সমস্ত দেহ ক্ষত-বিক্ষত করা হয়। একপর্যায়ে মৃত ভেবে শুক্রবার বস্তাভর্তি করে আলোকদিয়া রেললাইনের উপর ফেলে যায়। ওইদিন ভোরে এলাকার লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় রবিবার উল্লেখিতদের আসামী করে তার ভগ্নিপতি ইফতেখার উদ্দিন বাদী হয়ে ফেনী মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
সম্পাদনা: আরএইচ








