সোনাগাজী প্রতিনিধি>>
সোনাগাজীতে আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে বখতারমুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের কনভেনশন চেয়ারম্যান লায়ন সৈয়দ সিরাজ উদ্দৌলা।
মঙ্গলকান্দি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক খুরশিদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরন, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন ছোট জামাল, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভূট্টো, বগাদানা ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি ইসহাক খোকন।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মোরশেদ আলম’ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বখতারমুন্সী সোসাইটির সাধারণ সম্পাদক ও এম আর হ্যাচারীর স্বত্তাধিকারী মহি উদ্দিন আহমেদ, ইউপি সদস্য মোশারফ হোসেন বাদল। ফাইনালে আল-নাহিয়ান ট্রেডার্স একাদশকে হারিয়ে এম আর হ্যাচারী চ্যাম্পিয়ন হয়।
সম্পাদনা: আরএইচ/এনকে
সোনাগাজীতে আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ







