বিশেষ প্রতিনিধি>>
ফেনীতে বিআরডিবি ভূক্ত উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিমিটেড’র জেলা কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি গঠন হয়েছে। সোমবার বিকালে ফেনী বিআরডিবি হল রুমে জেলা কমিটির আয়োজিত এক সভায় ছাগলনাইয়া ইউসিসিএ’র প্রধান পরিদর্শক খোরশেদ আলমকে সভাপতি ও ছাগলনাইয়া ইউসিসি’র পরিদর্শক নিজাম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে সর্বসম্মতক্রমে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ফেনী সদর ইউসিসি’র প্রধান পরিদর্শক স্বপন কুমার কর ও পরশুরাম ইউসিসি’র আবু তাহেরকে সহ সভাপতি করা হয়েছে। এছাড়াও সহ সম্পাদক ফুলগাজীর শহিদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক সোনাগাজীর সিরাজুল হক, প্রচার ও দপ্তর সম্পাদক পদে ফেনী সদরের নুর উল্লাহ কায়সারকে দায়িত্ব দেয়া হয়। কমিটিতে সোনাগাজীর টিপু দাস, ফুলগাজী নুর নবী চৌধূরী ও ছাগলনাইয়ার মোখলেছুর রহমানকে সদস্য করা হয়েছে। সাবেক সভাপতি আজিজ উল্লাহ পাটোয়ারী, এনায়েত হোসেন ও নজির আহাম্মদকে কমিটির উপদেষ্ঠা হিসেবে ঘোষণা করা হয়।
সম্পাদনা: এনকে
ফেনীতে ইউসিসিএ কর্মচারী ইউনিয়ন’র নতুন কমিটি







