দাগনভূঞা প্রতিনিধি>>
দাগনভূঞায় মোঃ ওমর নামের এক যুবলীগকর্মীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। সোমবার রাতে উপজেলার কৃষ্ণরামপুর গ্রামে খায়ের কমিশনারের বাড়ীর দরজায় এঘটনা ঘটে।
পুলিশ ও ভূক্তভোগী জানায়, ওই দিন রাতে খায়ের কমিশনারের বাড়ীর দরজায় চা দোকান থেকে বাহিরে নিয়ে পার্শ¦বর্তী গ্রাম গণীপুরের টিপু সুলতানের ছেলে অপু, আবুল হোসেনের ছেলে একরাম ও আব্দুল কাদেরের ছেলে জাকির হোসেন তাকে এলোপাতাড়ী কুপিয়ে জখম করে। পরে তার শোর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে তাকে রাস্তার উপর ফেলে রেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওমরকে উদ্ধার করে দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় আহত ওমর বাদী হয়ে ওই দিন রাতে অপু, একরাম ও জাকিরকে আসামী করে দাগনভূঞা থানায় একটি মামলা দায়ের করে।
দাগনভূঞা থানার পরিদর্শক আসলাম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদনা: আরএইচ/ইআর
দাগনভূঞায় যুবলীগকর্মীকে কুপিয়ে জখম








