নিজস্ব প্রতিনিধি >>
ফেনীসহ সারা দেশে ৬.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার ভোর ৫টা ৭ মিনিটে কয়েক সেকেন্ড ধরে এ কম্পন অব্যাহত থাকে বলে জানায় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস)। এ ঘটনায় দেশের বেশ কয়েকটি জেলায় হতাহতের ঘটানা ঘটলেও ফেনীতে কোন খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্তি¡ক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ঢাকা থেকে ৩৫১ কিলোমিটার দূরে ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলে ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে।
এদিকে ভূকম্পনের অনুভূত হওয়ার সাথে সাথে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসা-বাড়ী ছেড়ে মানুষ খোলা আকাশের নীচে অবস্থান নিতে দেখা যায়।
সম্পাদনা: আরএইচ
ফেনীসহ সারা দেশে ৬.৭ মাত্রার ভূমিকম্প








