নতুন ফেনী ডেস্ক>>
ফেনী শহরের আল-কেমী হাসপাতাল সংলগ্ন মাষ্টার টাওয়ারে ফেনী সিটি স্ক্যান এন্ড এম.আর.আই সেন্টার পরিদর্শন করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বুধবার দুপুরে ফেনীতে এই প্রথম স্থাপিত মাল্টি¯øাইস সিটি স্ক্যান মেশিন পরিদর্শন করে সন্তষ প্রকাশ করেন। তারা বলেন, অল্প সময়ে প্রতিষ্ঠানটি সেবার মাধ্যমে ব্যাপক সুনাম কুড়িয়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত রাখবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন। পরিদর্শনকালে ফেনী আধুনিক সদর হাসপাতালের এনেস্থেসিয়া কনসালটেন্ট ডা: মোজাম্মেল হোসেন, সার্জারী কনসালটেন্ট ডা: আজিজ উল¬াহ, ডা: হারুন-উর রশিদ, ডা: মরফুদুল ইসলাম মারুপ, ডা: শেখ মোহাম্মদ আবদুল্ল¬াহ, অর্থপেডিকস কনসালটেন্ট ডা: মাসুম কবির, ডা: কামরুজ্জামান কিরন, ডা: জামাল উদ্দিন, এনেস্থেসিয়া কনসালটেন্ট ডা: মনির আহম্মদ, ডা: খুরশিদ আলম, ডা: সাইফুল ইসলাম, গাইনী কনসালটেন্ট ডা: শামীম আরা নাসরিন, ডা: জাসরিন আক্তার মিলি, ডা: তাহেরা খাতুন রোজী, ডা: রোশন আক্তার স্বপ্না, ডা: বেলাল উদ্দিন আহমেদ, প্যাথলেজিক ডা: জামান উদ্দিন আহমেদ।
সম্পাদনা: এনকে
ফেনী সিটি স্ক্যান পরিদর্শনে বিশেষজ্ঞ চিকিৎসক দল







