সোনাগাজী প্রতিনিধি>>
সোনাগাজীতে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সংসদ সদস্য হাজী রহিম উল্যাহর গাড়িবহরে দুর্বৃত্তদের হামলায় ওসিসহ (তদন্ত) ৩জন আহত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় আ’লীগের উপজেলা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই দিন সন্ধ্যায় সাংসদ হাজী রহিম উল্লাহ ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে গাড়িবহর সোনাগাজী উপজেলা আওয়ামীলীগ কার্যালয় অতিক্রম করার সময় দুর্বৃত্তরা ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে তাকে বহনকারী গাড়ির গ্লাস ভেঙ্গে যায়। এসময় গাড়ীতে সংসদ’র সমর্থক সাগর, মাসুদ নামের দুই যুবলীগ কর্মী আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে ইটের আঘাতে সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) মেজবাহ উদ্দিন মারাত্মক আহত হয়। তবে অল্পের জন্য সাংসদ হাজী রহিম উল্যাহ বেঁচে যান। এ ঘটনায় সোনাগাজীতে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত ওসি (তদন্ত) মেজবাহ উদ্দিনকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক মো: হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রনে।
প্রসঙ্গত: দীর্ঘদিন ধরে সাংসদ হাজী রহিম উল্যাহর সাথে উপজেলা আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সাথে বিরোধ বিরোধ চলে আসছে।
সম্পাদনা: আরএইচ/এএইচআর
সোনাগাজীতে সাংসদ রহিম উল্যাহর গাড়ি বহরে হামলা ॥ ওসি তদন্তসহ আহত-৩
