পরশুরাম প্রতিনিধি>>
পরশুরামের আধ্যাত্মিক পুরুষ হযরত আবদুল খালেক (র) ওরফে বাঘা মামার ২৮ তম ওরশ শরীফ অনুষ্ঠিত হবে। পরদিন মঙ্গলবার সকাল ৮ থেকে দুপুর ১২টা পর্যন্ত তবারক বিতরণ করা হবে।
কর্তৃপক্ষ জানান, বিলোনিয়া বাঘা মামা মাজার প্রাঙ্গণে সোমবার বাদ আসর থেকে মিলাদ-মাহফিল, জিকির দোয়া অনুষ্ঠিত হবে। মঙ্গলবার মুসল্লিসহ সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হবে। ধর্মপ্রাণ সকল মুসলিমকে ওরশ শরীফে অংশগ্রহনের অনুরোধ জানানো হয়েছে।
মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পেয়ার আহম্মেদ জানান, ওরস অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আরএইচ/এনকে
পরশুরামে বাঘা মামার ওরস শরীফ সোমবার
