নিজস্ব প্রতিনিধি>>
সোনাগাজীতে গাড়িবহরে হামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ। শনিবার বিকালে তার নিজ গ্রামের বাাড়ী সালমা গার্ডেন হাউজে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সাংবাদিক সম্মেলনে হাজী রহিম উল্যাহ সাংসদ নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে অসংখ্য অভিযোগ করেন। তিনি বলেন, সোনাগজীর আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সাথে তার কোন বিরোধ নেই। তার বিরোধ হচ্ছে নিজাম হাজারী ও তার অস্ত্রধারী সন্ত্রাসিদের সাথে। হাজী রহিম উল্যাহ তার গাড়ি বহরে হামলাকরীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
এ সময় সংবাদিক সম্মেলনে জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক দীন মোহাম্মদ, পৌর যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক নাছির উদ্দিন রিপন, নবাবপুর ইউপি সদস্য আকবর হোসেন বাশু মেম্বার ও এনামুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার বিকালে সোনাগাজী থেকে ঢাকা যাওয়ার পথে তাঁর গাড়ী উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে পৌঁছলে ইট-পাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় সোনাগাজী থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন, হাজী রহিম উল্যাহর সমর্থক সাগর, মাসুদ আহত হয়। এ ঘটনায় উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নেয়ায় উত্তেজনা বিরাজ করে।
সম্পাদনা: আরএইচ
সোনাগাজীতে সাংসদ হাজী রহিম উল্যাহ’র সাংবাদিক সম্মেলন
