শহর প্রতিনিধি>>
রোটার্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব শহরের বিদ্যানিকেতন স্কুল সংলগ্ন শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করে। সরকারী সহায়তায় পরিচালিত উক্ত স্কুলটিতে শ্রমজীবি শিশুরা শিক্ষা গহণ করছে।
স্কুলের একশত বিশজন শিক্ষার্থীর মধ্যে খাতা, কলম, পেন্সীল ইত্যাদি শিক্ষা সামগ্রী বিতরন করা হয়। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেনী রিপোটার্স ইউনিটির সভাপতি ওছমান হারুন মাহমুদ দুলাল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব ফেনী অপূর্বর প্রেসিডেন্ট ইলেক্ট রোটা: সাইদুল মিল্লাত মুক্তা, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুলতানা রাজিয়া, রোটার্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব চার্টার প্রেসিডেন্ট রো: আরাফাতুল মিল্লাত দিপুল, চার্টার সেক্রেটারি এ এন এম মাখজাম হায়দার মিরাজ, ভাইস প্রেসিডেন্ট রো: সৈয়দ আসিব উদ্দিন হায়দার। এতে প্রোগ্রাম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালস করেন রো: মোহাম্মদ ইলিয়াস।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে শ্রমজীবি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
