ফেনীতে প্রাচীন বৃক্ষ রক্ষায় মানববন্ধন – নতুন ফেনী ফেনীতে প্রাচীন বৃক্ষ রক্ষায় মানববন্ধন – নতুন ফেনী
 ফেনী |
১৫ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীতে প্রাচীন বৃক্ষ রক্ষায় মানববন্ধন

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:২২ অপরাহ্ণ, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

শহর প্রতিনিধি>>
ফেনী শহরের ট্রাংক রোডের দাউদপুর পুল এলাকার চারশ বছরের প্রাচীন কড়ই বৃক্ষ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠনের দুই শতাধিক সংগঠক-সদস্যরা। মাহবুব উল হক পেয়ারা ফাউন্ডেশন সোমবার বেলা ১১টায় গাছের সামনে এ কর্মসূচীর আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন কবি, সাংবাদিক মনজুর তাজিম, গ্র্যান্ড হক টাওয়ার পরিচালনা পর্ষদের উপ ব্যাবস্থাপনা পরিচালক মুশফেক উল হক মাসুম, পরিচালক সামীউল হক শাহীন, সামাজিক সংগঠন ‘অবসর’ এর সভাপতি মমিনুল হক পাটোয়ারি, নজরুল একাডেমীর সভাপতি ফখরুদ্দিন আলী আহমদ তিতু, আর্য্য সংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক সমর দেবনাথ, শহর ব্যাবসায়ী সমিতির সহ সম্পাদক ইফতেখার রাশেদ, স্টার লাইন গ্রুপের পরিচালক ও দৈনিক স্টার লাইনের নির্বাহী সম্পাদক মাঈন উদ্দিন, ক্রিকেট অ্যাসোসিয়েশন অব ফেনীর সাধারণ সম্পাদক আবুল কাশেম, জেলা মুদ্রন শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক নীহারিকার নির্বাহী সম্পাদক আরিফুল আমিন রিজভী, তরুন সংগঠক মাখজাম হায়দার মিরাজ, ফেনী সাইক্লিষ্ট এর সংগঠক নাহিদ। সঞ্চালনা করেন সাংবাদিক-সংগঠক আসাদুজ্জামান দারা। বক্তারা প্রাচীন এ গাছটিকে ফেনীর ঐতিহ্য হিসেবে উল্লেখ করে একে বিজ্ঞাপনমুক্ত ঘোষণা করেন। তারা একে রক্ষা করে এর সৌন্দর্যবর্ধনের জন্য পৌর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন পেয়ারা ফাউন্ডেশনের অন্যতম উদ্যোক্তা ইমন উল হক, সংগঠক ফয়জুল কিবরিয়া রিয়াজ, জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিন, সাংবাদিকদের মধ্যে নজির আহাম্মদ রতন, দিদারুল আলম, নাজমুল হক শামীম, এন এন জীবন, মাইনুল ইসলাম রাসেল, এমরান পাটোয়ারি, আমজাদুর রহমান রুবেল, মীর হোসেন রাসেল, সংগঠক নাসিম আনোয়ার জাকি, শুভ নীল পিকলু, এখলাসউদ্দিন খোন্দকার বাবলু, আশিকুন্নবী সজীব, দোলন, অপুসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা। পরে গাছ থেকে ১৫টি সাইনবোর্ড, ফেস্টুন ও ব্যানার অপসারণ করা হয়।
সম্পাদনা: আরএইচ

আপনার মতামত দিন

casibomcasibom girişcasibomcasibom girişcasibom güncel girişjojobet güncel girişcasibom girişcasibom güncel girişcasibomcasibom girişcasibom güncel girişjojobetjojobet girişcasibomcasibom girişcasibom güncel girişjojobetjojobet girişjojobet güncel girişkavbetkavbet girişkavbetkavbet girişkavbetkavbet girişcasibom güncel girişmarsbahismarsbahis girişmarsbahis güncel girişholiganbetholiganbet girişholiganbet güncel girişcasibomcasibom girişcasibomcasibom girişcasibomcasibom girişcasibomcasibom girişcasibomcasibomcasibom girişcasibom güncel girişcasibomhttps://casibom-oyunlar.net/casibomcasibom girişcasibom girişcasibom bonuscasibomcasibomcasibom girişcasibom güncel girişcasibomcasibomcasibom girişcasibomcasibomcasibomcasibom girişcasibomcasibom girişcasibomcasibom giriş
Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.