ছাগলনাইয়া প্রতিনিধি>>
ছাগলনাইয়ায় সরকারী কলেজ রোড়ের ৮ স্পটে ২০টি সিসি ক্যামেরা স্থাপন করেছেন ব্যবসায়ী সমিতি। সোমবার সন্ধায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী (সোহেল)।
এ্যপেক্স’র স্বত্বাধিকারী আলহাজ্ব শহীদ উল্লাহর সভাপতিত্বে ও কলেজ রোড ব্যবসায়ী সমিতির সদস্য আব্দুল কাদের মিয়াজির সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পি, থানার পরিদর্শক মোঃ রাশেদ খান চৌধুরী, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ কামাল পাশা, কলেজ রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও তারেক মটরর্স’র স্বত্বাধিকারী মোঃ বদরুদ্দোজা তারেক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি মেজবাউল হায়দার সোহেল তার বক্তব্যে বলেন, কলেজ রোডকে চুরি, ডাকাতি, ছিনতাই, ইভটিজিং, মাদক ব্যবসা সহ বিভিন্ন কর্মকান্ড প্রতিরোধ করতে ৮টি পয়েন্টে ২০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ
ছাগলনাইয়ায় ৮ স্পর্টে ২০টি সিসি ক্যামেরা স্থাপন
