নতুন ফেনী টিম>>
ফেনী জেলা যুবলীগের সম্মেলনে জাতীয় পতাকা উত্তোলন করলেন অতিথিবৃন্দ। বুধবার বিকালে ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যন ওমর ফারুক চৌধুরী। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের সময় স্থানীয় শিল্পীরা জাতীয় সংঙ্গীত পরিবেশন করে।
এসময় প্রধানমন্ত্রীর সাবেক প্রটৌকল অফিসার আলাউদ্দিন চৌধুরী নাসিম যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা আওয়ামীলীগ সভাপতি আবদুর রহমান বিকম, ফেনী জেলা মহিলা আ’লীগ সভানেত্রী জাহানারা বেগম সুরমা এমপি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ’র প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, আওয়ামী যুবলীগের চট্টগ্রাম বিভাগীয় ট্রাইব্যুনাল’র আহবায়ক মোঃ আতাউর রহমান, যুবলীগের প্রেসিডিয়ম সদস্য আলহাজ্ব মোঃ আবুল বাশার, যুবলীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক আজহার উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ/এনইউ/এনএনএন