নিজস্ব প্রতিনিধি>>
ছাগলনাইয়া উপজেলাসহ মোট ১২৫টি উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উদ্বোধন করা হয়। পরে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পক্ষে পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শহিদুল ইসলাম এর উদ্বোধনী ফলক উন্মোচন করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম আলী জিন্নাহর সভাপতিত্বে এতে অতিথি ছিলেন, ছাগলনাইয়া উপজেলা ভাইস-চেয়ারম্যান এয়ার আহাম্মদ ভূঁঞা, মহিলা ভাইস-চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম কিবরিয়া, ফেনী জেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক হাবিবুর রহমান পাটোয়ারী, উপজেলা সভাপতি প্রধান শিক্ষক আবুল বশর বিএসসি, অধ্যক্ষ ওমর ফারুক, প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, মাদ্রাসা সুপার মাওলানা দ্বীন মোহাম্মদ, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শেখ কামাল, সাধারণ সম্পাদক জাকের হায়দার সুমন, সহ-সভাপতি মোঃ শাহ আলম, সাবেক সভাপতি মোহাম্মদ মোস্তফা ও প্রযুক্তিতে ছাগলনাইয়ার সভাপতি কফিল উদ্দিন প্রমূখ।
সম্পাদনা: আরএইচ
ছাগলনাইয়ায় আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার উদ্বোধন
