দাগনভূঞা প্রতিনিধি>>
দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের আবদুল নবী গ্রামে ৩টি বসতঘর ভষ্মীভূত হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। আগুনে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও ক্ষতিগ্রস্থদের দাবী।
স্থানীয়রা জানায়, ওই গ্রামে হাবিব উল্লাহর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় ৩টি বসতঘর মালামালসহ সম্পূর্ণ পুড়ে গেছে। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
দাগনভূঞা উপজেলা ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদনা: আরএইচ
দাগনভূঞায় ৩ বসতঘর ভস্মীভূত
