দাগনভূঞা প্রতিনিধি>>
ফেনী দাগনভূঞা উপজেলার চুন্দারপুর থেকে অস্ত্র ও বোমাসহ মেহের নেছা (৫২) নামের এক নারীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যকশন ব্যাটেলিয়ান (র্যাব)। রবিবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গোপনে সংবাদের ভিত্তিতে অবৈধ অস্ত্র বহনের অভিযোগে রোববার রাতে মেহেরের ছেলে শাহ এমরানকে (৩০) ধরতে চুন্দারপুর গ্রামে তার বাড়িতে অভিযান চালায় র্যাব-৭ ফেনী ক্যাম্পের বিশেষ একটি দল। এ সময় ব্যাগে একটি ওয়ান শুটার পিস্তল, দুই রাউন্ড পিস্তলের গুলি, দুটি ছুরি ও ১২০টি চকলেট বোমাসহ মেহের নেছা (৫২) কে আাটক করে। সে চুন্দারপুর গ্রামের আবুল কালামের স্ত্রী।
ফেনীস্থ র্যাব-৭ এর সিপিসি-১ ফেনী ক্যাম্প কোম্পানি কমান্ডার মেজর আহমেদ হোসেন মহিউদ্দিন জানান, একনারী আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদনা: আরএইচ