শহর প্রতিনিধি>>
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনীতে বিক্ষোভ মিছিল বের করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার দুপুরে দলটির ফেনী শহর সভাপতি আব্দুল হান্নান এর নের্তত্বে মিছিলটি ট্রাংক রোড় খেঁজুর চত্বর থেকে শুরু হয়ে এসএসকে সড়কের ইসলামপুর সড়কের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে ফেনী শহর জামায়াতের সেক্রেটারী আ.ন.ম আব্দুর রহিম, জেলা শিবির সভাপতি জাহিদ হোসেন, শহর শিবির সেক্রেটারী মঈনুল ইসলাম যোবায়ের, শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. ইলিয়াছ, শহর শিবির শিক্ষা সম্পাদক আবু তৈয়ব, ছাত্রকল্যাণ সম্পাদক সুলতান মাহমুদ টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ/এমইউপি