নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে শুভ নামে ১২ বছরের এক মাদরাসা শিক্ষার্থীকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে বেদড়ক মারধর করার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। শনিবার রাতে শিশুটিকে উদ্ধার করে তার পিতা আধুনিক ফেনী সদর হাসপাতালে ভর্তি করায়। ঘটনার পর থে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছে।
আহতের পরিবার সূত্র জানায়, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গাংরা ইউনিয়নের সাতঘরিয়া গ্রামের নুর নবী দুলালের ১২ বছরের ছেলে আরিফুল ইসলাম শুভকে চলতি বছরের মার্চ’র শেষ সাপ্তাহে এ মাদরাসার হেফজ বিভাগে ভর্তি করানো হয়। ৪ এপ্রিল নুর নবী দুলালের আরেকটি পুত্র সন্তান হয়। শুভ তার মা ও ভাইকে দেখতে বার বার মাদরাসা শিক্ষকদের বলেও ছুটি পাননি। শুক্রবার মাদরাসা থেকে পালিয়ে বাড়ী যেতে চাইলে শিক্ষকরা তাকে আটক করে। এসময় মোশাররফ হোসেন নামে এক শিক্ষক তাকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে বেড়দক মারধর করে মাদরাসায় বন্ধি করে রাখে। এতে তার হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশ জখম হয়। খবর পেয়ে শনিবার দুপরে শুভ পিতা নুর নবী দুলাল তাকে বাড়ীতে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে একই দিন রাতে তাকে আধুনিক ফেনী সদর হাসপাতালে ভর্তি করায়।
আধুনিক ফেনী সদর হাসপাতলের মেডিকেল অফিসার সঞ্জয় কুমার পাল জানান, শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও রক্ত জমে গেছে। তাকে হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
ফেনী মডেল থানা পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান, আহত শিশু পিতা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেয়। অভিযুক্ত শিক্ষককে আটকের চেষ্ট চালাচ্ছে বলে তিনি জানান।
সম্পাদনা: আরএইচ