নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে মা-ছেলেসহ এক প্রতিবেশিকে কুপিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় সন্ত্রাসীরা। রবিবার সকালে শহরের রামপুর জমাদ্দার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই দিন সকালে জানা (২২), বাবু (১৩) একই বাড়ীর মো: শাহজালাল আজাদ এবং তার মা খোদেজা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত আহত করে। তাদের রক্ষা করতে গিয়ে বাড়ীর জাফর ইমাম নামে এক যুবককেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। গুরুতর আহত মা, ছেলে ও প্রতিবেশী জাফর ইমামকে স্থানীয়রা উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করায়। আহতদের মধ্যে আজাদের অবস্থা আশংকাজনক। এ ঘটনায় থানায় মামলা দেয়ার প্রস্তুতি চলছে।
স্থানীয় কমিশনার মনির আহম্মদ বলেন খবর পেয়ে তাৎক্ষনিক তাদের দেখতে হাসপাতালে ছুটে যাই।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে মা-ছেলেসহ ৩ জনকে কুপিয়ে জখম
