শহর প্রতিনিধি>>
ফেনীতে ‘নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে আমাদের করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু দাউদ মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম ও জেলা সিভিল সার্জন ডাঃ হাসান শাহরিয়ার কবির। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের ফিল্ড কো-অর্ডিনেটর মো. সাজ্জাদ হোসেন।
এছাড়াও কর্মশালায় বক্তব্য রাখেন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মঞ্জুরুল আলম, জিয়া মহিলা কলেজের সহযোগী অধ্যক্ষা ড. রবিউল হক, জেলা জনশক্তি অফিসের সহকারী পরিচালক নিজাম উদ্দিন, জেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা ফারজান আরা, জেলা ব্র্যাক কর্মকর্তা অরুন কুমার দাস, সাংবাদিক আবু তাহের ও শওকত মাহমুদ। সভা পরিচালনা করেন এলআইএফডির সমন্বয়কারী মো. সাফায়েত হোসেন প্রমূখ।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ শীর্ষক কর্মশালা







