সদর প্রতিনিধি >>
ফেনীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাঠ দিবস পালিত হয়েছে। রবিবার বিকালে ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের কুমিরা গ্রামে মাঠ দিবস কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন।

স্থানীয় ইউপি সদস্য মীর আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাফিউল ইসলাম, উপজেলা সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার আজিজুল হক, স্থানীয় ইউপি চেয়ারম্যান এডভোকেট নুরুল ইসলাম। আবদুল বাতেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আবদুল ওয়াদুদ। এসময় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ







