নিজস্ব প্রতিনিধি>>
২৮ মে দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর, রাজাপুর, পূর্বচন্দ্রপুর, ইয়াকুবপুর, মাতুভূঞা, জায়লস্কর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিলে ২ মে মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ, ৮-৫ মে মনোনয়ন বাঁচাই, ৬-৮ মে আফিল দাখিল, ৯-১১ মে আফিল নিস্পত্তি, ১২ মে মনোনয়ন প্রত্যাহার ও ১৩ মে প্রতীক বরাদ্ধের কথা বলা হয়েছে।
উপজেলার ইউনিয়ন নির্বাচনের জন্য স্ব-স্ব রির্টানিং কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সিন্দুরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দাগনভূইয়া উপজেলা প্রকৌশলী মো. মোশারফ হোসেন, রাজাপুর ও পূর্বচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ফিরোজ আলম, ইয়াকুবপর, মাতুভূঞা ও জায়লস্কর ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা নির্বাচন অফিসার মো. জায়েদুল হোসেন চৌধুরীকে রির্টানিং কর্মকর্তা হিসেবে নিয়োাগ দেওয়া হয়েছে। এছাড়াও জেলা প্রশাসনের ট্রেজারী শাখার উচ্চমান সহকারী মো. মহসিন পাটোয়ারীকে সহকারী রির্টানিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ।
জেলা নির্বাচন কর্মকর্তা মো: মোজাম্মেল হোসেন দাগনভূঞার ৬ ইউনিয়নের তফসিল ঘোষনা এ তথ্য নিশ্চিত করেন।
সম্পাদনা: আরএইচ
২৮ মে দাগনভূইয়ার ৬ ইউনিয়নে নির্বাচন







