সোনাগাজী প্রতিনিধি>>
সোনাগাজী পৌরসভার নবনির্বাচিত মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন দায়ীত্ব গ্রহণ করেছেন। বুধবার সোনাগাজী পৌর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সভাপতি আবদুর রহমান বিকম।
পৌরকর নির্ধারক জসিম উদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক মেয়র জামাল উদ্দিন সেন্টু, উপজেলা আ’লীগের সভাপতি ফয়েজুল কবির, উপেজলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরন, পৌরসভার সচিব আবদুল কাদের।
পরে পৌর মিলনায়তনে মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে পৌর পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০ মার্চ সোনাগাজী পৌরসভা নির্বাচনে এডভোকেট রফিকুল ইসলাম খোকন মেয়র পদে নির্বাচিত হন। ১৭ এপ্রিল নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দ শপথ গ্রহন করেন।
সম্পাদনা: আরএইচ
সোনাগাজী পৌরসভার নবনির্বাচিত মেয়র খোকনের দায়ীত্বভার গ্রহণ







