ছাগলনাইয়া পৌরসভায় জমে উঠেছে শেষ মহূর্তের প্রচারণা • নতুন ফেনীনতুন ফেনী ছাগলনাইয়া পৌরসভায় জমে উঠেছে শেষ মহূর্তের প্রচারণা • নতুন ফেনী
 ফেনী |
২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ছাগলনাইয়া পৌরসভায় জমে উঠেছে শেষ মহূর্তের প্রচারণা

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৪৮ অপরাহ্ণ, ২০ মে ২০১৬

মো: কামরুল হাসান>>
ছাগলনাইয়া পৌরসভায় জমে উঠেছে শেষ মুহুর্তের প্রচার-প্রচারণা। নির্বাচনে তিন মেয়র প্রার্থীসহ কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরা চষে বেড়াচ্ছেন পৌর এলাকা। ভোটারদের আশ্বাস দিয়ে ভোট প্রার্থনা করছেন তারা। অন্যদিকে ব্যানার, পোষ্টার, পেষ্টুনে ছেয়ে গেছে পৌর শহর। ঘুর্ণিঝড় রোয়ানু’র প্রভাবে দু’দিন ধরে টানা বৃষ্টির মাঝেও প্রার্থীদের প্রচারণায় কোন বাঁধা প্রভাব ফেলতে পারেনি।

feni-01
জানা যায়, প্রতিদিন সকাল থেকে দফায় দফায় বিভিন্ন এলাকায় প্রচারনা চালান বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মোঃ আলমগীর বিএ (ধানের শীষ)। প্রচারণার কোন অংশে কমতি নেই সরকার দলীয় প্রার্থী এম মোস্তফা (নৌকা)। দলীয় সমর্থন নিয়ে প্রচারণায় অংশ নিচ্ছেন ইসলামী আন্দোলনের রহমত উল্লাহ (হাত পাখা)।

feni-03
এছাড়াও কাউন্সিলর প্রার্থী মোজাহারুল ইসলাম মুছা (উটপাখি), আমিনুর রহমান টুকু (ডালিম), আজম পাটোয়ারি (উটপাখি), আব্দুল হালিম (ঢেডশ), কিবরিয়া মজুমদার (পানির বোতল), হাজী আলিম উল্লাহ (ডালিম), সলিম উল্লাহ হুমায়ুন (টেবিল ল্যাম্প), মোর্শেদা আক্তার শিল্পি (কেছি), মুন্সী নিজাম উদ্দিন (পাঞ্জাবী), আলেয়া বেগম মঞ্জু (বেনিটি বেগ), মুজাহিদুল ইসলাম তানিন (টেবিল ল্যাম্প), হাসিনা বেগম (বেনিটি বেগ), সমর চৌধুরী (পাঞ্জাবী), সার্জেন্ট (অবঃ) আলিম উল্লাহ (পানির বোতল), হাবিবুর রহমান মজুঃ (পাঞ্জাবী), জাফর আহাম্মদ (পানির বোতল), সামছুল হক (পাঞ্জাবী), শিমুল চৌধুরী (ডালিম), ডা. অজি উল্লাহ (ডালিম), তারা মিয়া (উটপাখি), ইউসুফ চৌধুরী (ডালিম), কাজি মিলন (উটপাখি), মমতাজ বেগম (গ্যাস চুলা), মিজানুর রহমান (পানির বোতল), বাবলু চৌধুরী (টেবিল ল্যাম্প), সৈয়দ আব্দুল হাদি (পানির বোতল), কাজী নুরুল আলম (ডালিম), সাইফুল ইসলাম স্বপন (উটপাখি), দুলাল ফরাজি (ডালিম), শহিদ উল্লাহ মজুমদার (টেবিল ল্যাম্প)।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.