ফেনীসহ দেশের ৩৮৫১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত • নতুন ফেনীনতুন ফেনী ফেনীসহ দেশের ৩৮৫১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত • নতুন ফেনী
 ফেনী |
২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীসহ দেশের ৩৮৫১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:০১ অপরাহ্ণ, ২০ মে ২০১৬

নতুন ফেনী ডেস্ক>>
ফেনীর সোনাগাজী উপজেলার ৩৮টি আশ্রয়ন কেন্দ্রসহ দেশের ৩হাজার ৮শ’ ৫১ আশ্রয়নকেন্দ্র প্রস্তুত করে রেখেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। শুক্রবার বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো: শাহ কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপকূল এলাকার ৩ হাজার ৮৫১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে উপকূলের সাড়ে ৮ লাখ মানুষকে এসব আশ্রয়কেন্দ্রে আনার ব্যবস্থা করা হচ্ছে। উপকূলে কাজ করছে ৫৫ হাজার স্বেচ্ছাসেবী। এদিকে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে পরবর্তী আদেশ না আসা পর্যন্ত ফেনীর সকল সরকারি ও আধাসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারিদের সবরকমের ছুটি বাতিল করা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতির অংশ হিসেবে প্রস্তুত রাখা হয়েছে উপজেলার সকল স্কুল, কলেজ, মাদরাসা ও আশ্রয় কেন্দ্রগুলো। ইতোমধ্যে উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পর্যায়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলার পাশাপাশি সকল উপজেলায় খোলা হয়েছে কন্ট্রোলরুম। জেলা কন্ট্রোলরুমের নম্বর হচ্ছে ৬১১৫৪৫।

এদিকে জেলার উপকূলবর্তী উপজেলা সমূহে জেলা প্রশাসন ও  উপকূলবর্তী ওয়ার্ড সমূহে জনসাধারণকে সচেতন করতে মাইকিং শুরু হয়েছে বলে জানিয়েছে সংস্লিষ্ট সূত্র। এছাড়াও দূর্যোগ পরিস্থিতি শতাধিক রেড ক্রিসেন্টকর্মীকে প্রস্তুত রাখা হয়েছে।

সম্পাদনা: আরএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.