নিজস্ব প্রতিনিধি>>
ঘূর্ণিঝড় রোয়ানু মোকাবেলায় ২হাজার উদ্ধারকর্মী প্রস্তুত রাখা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সোনাগাজী উপজেলা প্রশাসন সূত্র নতুন ফেনীকে এ তথ্য নিশ্চিত করেন।
সূত্র জানায়, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রোয়ানু পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রনে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। দূর্যোগ মোকাবেলায় উপজেলা প্রশাসন, রেড ক্রিসেন্ট’র ১হাজার ৪শ’ ৪০জন, রেডক্রসসহ বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় ২ হাজার স্বেচ্ছাসেবক ৯২টি টিমে বিভক্ত হয়ে প্রস্তুত রয়েছে। সূত্র আরো জানায়, দূর্যোগ মোকাবেলায় উপজেলায় ৯৬টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার শরিফা হক জানান, প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দূর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় ঔষধ ও খাদ্য সামগ্রী প্রস্তুত আছে।
সম্পাদনা: আরএইচ