নিজস্ব প্রতিনিধি >>
ফেনীতে নিজ দোকানে ব্যবসায়ী মো: ইব্রাহিম প্রকাশ কনু মিয়া খুনের ঘটনা ঘটেছে। শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংমের লালপুল এলাকায় এ ঘটনা ঘটে। পরে রবিবার দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আধুনিক ফেনী সদর হাসপাতালে প্রেরণ করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মত শনিবার রাতে লালপুলে নিজের চা দোকানে ঘুমিয়ে পড়ে মো: ইব্রাহিম। সকালে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় স্ত্রী-সন্তানরা দোকানে এসে তার লাশ দেখতে পায়। পরে তার চিৎকারে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। কানু মিয়া পেশায় একজন পাইপ ফিটিং মিস্ত্রী। কাজ শেষে একটি চায়ের দোকান করে সে। নিহত কানু মিয়া পশ্চিম সিলোনিয়া এলাকার ছেরু মিয়ার ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ফেনী মডেল মামলা দায়ের করেছে।
ফেনী মডেল থানার পরিদর্শক মাহবুব মোরশেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে নিজ দোকানে ব্যাবসায়ী খুন
