নিজস্ব প্রতিনিধি >>
ফেনীতে ওজন বৃদ্ধিতে জেলী ব্যবহার করার অপরাধে ৪০ কেজি চিংড়ি জব্দ ও প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার সকালে ফেনীর বড় মাছ বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক এ রায় দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই দিন সকালে ফেনীর সর্ববৃহৎ পাইকারী মাছ বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওজন বৃদ্ধির জন্য জেলী ব্যবহারের দায়ে এয়াকুব ফিশিংয়ের ৪০ কেজি চিংড়ি জব্দ ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত চিংড়ি জেলা প্রশাসকের মাধ্যমে এতিম খানায় দেয়া হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো: সোহেল রানা চিংড়ি উদ্ধার ও জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদনা: আরএইচ/এনকে
ফেনীতে ৪০ কেজি চিংড়ি জব্দ







