নিজস্ব প্রতিনিধি >>
ফেনী সদর উপজেলার ধর্মপুর ও বালিগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করেছে উচ্চ আদালত। বৃহস্পতিবার দুপুরে এ সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্ট দফতরে পৌঁছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সীমানা বিরোধের কারণে ফেনী সদর উপজেলার ধর্মপুর ও বালিগাঁও ইউনিয়নে নির্বাচন স্থগিতে উচ্চ আদালতে পৃথক রিট করেন বালিগাঁও ইউপির নজরুল ইসলাম ও ধর্মপুর ইউপির আক্রামুজ্জামান নামের দুই ব্যাক্তি। রিট শুনানি শেষে বুধবার আদালত এ দুটি ইউপির নির্বাচনে ৬ মাসের স্থগিতাদেশ জারি করেন হাইকোর্টের বিচারক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন ও মো: বদরুজ্জামান।
ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার পিকেএম এনামুল করিম নতুন ফেনী’কে এ সংক্রান্ত একটি আদেশ পাওয়ার সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য, ৪ জুন অনুষ্ঠিতব্য ফেনী সদর উপজেলার ধর্মপুর ও বালিগাঁওসহ উপজেলার ৮টি ইউনিয়নের ভোট গ্রহণের কথা ছিল।
ধর্মপুর ও বালিগাঁও ইউপি নির্বাচন স্থগিত







