নিজস্ব প্রতিনিধি >>
কেন্দ্র দখল, জাল ভোট ও এজেন্টদের মারধর করে বের করে দেয়াসহ নানা অভিযোগ তুলে ফেনী সদর উপজেলার ৬ ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচন বাতিল ও পুন: তফসিল ঘোষণার দাবী জানিয়েছেন। শনিবার বেলা ১১টায় ফেনী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান বকুলের কার্যালয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে জানান জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক অধ্যাপক এম এ খালেক। তিনি আরো জানান, ইতিমধ্যে নির্বাচন কশিনসহ সংশ্লিষ্ট তফতরে লিখিত অভিযোগ প্রেরণ করা হয়েছে।
প্রার্থীদের অভিযোগ, সরকার দলীয় প্রার্থীর সমর্থকদের কেন্দ্র দখল, জাল ভোট ও এজেন্ট বের করে দিয়ে এক তরফা সিল মেরে ভোট বাক্স ভর্তি করছে। তারা সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাঁধা ও কেন্দ্রের আশপাশে বহিরাগতদের অস্ত্রের মহড়াসহ নানান অভিযোগ করেন।
উল্লেখ্য, ফেনী সদরের কাজিরবাগ ইউনিয়নে ফেনী সদর উপজেলা বিএনপির উপদেষ্টা ও বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দিন, শর্শদী ইউনিয়নে ইউনিয়ন সভাপতি ও বর্তমান চেয়ারম্যান এডভোকেট মো: নুরুল ইসলাম, ফাজিলপুর ইউনিয়নে ইউনিয়ন সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজী ইসমাইল, পাঁচগাছিয়া ইউনিয়নে জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন, কালিদহ ইউনিয়নে ছাত্রদল নেতা ফখরুদ্দীন ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
সম্পাদনা: আরএইচ/এনকে/ডিটি/টিএইচএন/এনইউ







