ছাগলনাইয়া প্রতিনিধি>>
ছাগলনাইয়ায় সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
উপজেলা ভূমি কর্মকর্তা শিল্পি রানী রায়ের সভাপতিত্বে ও ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মাও. আব্দুল মোমেনের সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ঘোপাল ইউপি নব-নির্বাচিত চেয়ারম্যান আজিজুল হক মানিক, ছাগলনাইয়া প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ শাহ আলম, সাবেক সভাপতি মোঃ মোস্তফা, আবুল হাসান, সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন সহ আলেম উলামারা উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ
ছাগলনাইয়ায় সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে আলোচনা সভা







