শহর প্রতিনিধি>>
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজার প্রতিবাদে ফেনী বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শহরের এসএসকে সড়কের সমবায় সুপার মার্কেট সংলগ্ন স্থান থেকে শুরু হয়ে শহরের খেজুর চত্তর প্রদক্ষিণ শেষে পুনরায় একই একই স্থানে সমাবেশে মিলি হয়।
বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আবু তাহের, জেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন দুলাল, ফজলুর রহমান বকুল, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন জসিম, দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন, সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন, জেলা জাসাস’র সদস্য সচিব হাফিজুর রহমান, জেলা মহিলা দল সভানেত্রী জুলেখা আক্তার ডেইজি প্রমূখ।
এসময় সদর উপজেলা মহিলাদল সভানেত্রী জয়নব বানু, পৌর বিএনপি মহিলাদল সভানেত্রী রোকসানা আক্তার, ছাগলনাইয়া উপজেলা মহিলাদল যুগ্ম-সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, জেলা বিএনপির দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক ইদ্রিস বর্তন, জেলা মৎস্যজীবি দল যুগ্ম-আহবায়ক ইসমাইল হোসেন ভুঁইয়া, জেলা মটরচালক দল সভাপতি নুরুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুর রহমান, দাগনভূঞা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল হক চুট্টু, দাগনভুইয়া পৌর বিএনপির সভাপতি সফিকুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাইফু রহমান, ফেনী সদর উপজেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি নুর নবী, জেলা তাতী দলের যুগ্ম-আহবায়ক বদরুল মামুন, ফেনী সদর মটরযান চালকদলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা ছাদাল সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মামুনসহ দলটির বিপুল পরিমান নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে উজ্জ্বল নক্ষত্র ও একটি রাজনৈতিক দলের ভবিষ্যৎ কান্ডারি। এই রায় দিয়ে তাকে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে। তারেক রহমানের ভাবমূর্তি নষ্ট করার জন্য সরকার বিচার বিভাগকে প্রভাবিত করে এই রায় দেয়া হয়েছে।
সম্পাদনা: আরএইচ