নিজস্ব প্রতনিধি>>
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজার প্রতিবাদে ফেনী সরকারী কলেজে বিক্ষোভ মিছিল বের করেছে ছাত্রদল। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বিজ্ঞান ভবনের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছেলের নেতৃত্বে ছিলেন জেলা ছাত্রদল নেতা জাকের হোসেন রিয়াদ।
এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্রনেতা মঈনুল হাসান পারভেজ, কলেজ ছাত্রনেতা ফখরুল ইসলাম, শুভ, ফারুক, পৌর ছাত্রনেতা বাবু, সাজু, শাহীনসহ আরো অনেকে।
৬ বছর ধরে ফেনী সরকারী কলেজে ছাত্রদলে কোন কার্যক্রম চোখে পড়েনি। দীর্ঘদিন ক্যাম্পাসে কার্যক্রম বন্ধ থাকায় ছাত্ররাজনীতিতে এক ধরণের স্থবিরতা দেখা দিয়েছে। আজকের এ মিছিলের মাধ্যমে দীর্ঘদিনের বন্ধ্যাত্ব দূর হবে বলে অনেকে আশা প্রকাশ করেন।
সম্পাদনা: আরএইচ/এনইউ
৬ বছর পর ফেনী কলেজে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
