ফুলগাজী প্রতিনিধি>>
ফুলগাজীতে ফরমালিন মেশানের দায়ে মো. জসিম উদ্দিন নামের এ মাছ ব্যাবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার ভ্রাম্যমান আদালতের বিচারক ও পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা হক এ রায় দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই দিন ফুলগাজী সদর ইউনিয়নের মাছ বাজারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। মাছে ফরমালিন মেশানো দায়ে জসিম উদ্দিন (৩৫) নামের এক ব্যবসায়ীকে ১হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময় ফরমালিন মেশানো আরো প্রায় ১০ কেজী আফ্রিকান মাগুর মাছ জব্দ করেন তিনি।
এসময় ফুলগাজী উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমা, উপজেলা মৎস কর্মকর্তা মো.মিজানুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার মনিরা হক এক মাছ ব্যবসায়ীর জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদনা: আরএইচ
ফুলগাজীতে ভ্রাম্যমান আদালতের অভিযান







