নতুন ফেনী ডেস্ক >>
রোটারি ক্লাব অব ফেনী অপূর্ব’র বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার ফেনী সকারী কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম আজাদ।
রোটার্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব’র সভাপতি এ.এন.এম মাখজাম হায়দার মিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব’র প্রেসিডেন্ট রোটা: সাঈদুল মিল্লাত মুক্তা, আরসিসি রোটা: হানিফ মজুমদার মিন্টু।
এসময় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব ফেনী অপরূপা’র আইপিপি নজরুল ইসলাম সবুজ, ফেনী সরকারী কলেজের ভাইস প্রিন্সিপাল আবু নছর ভূঁঞা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মো: সফিকুর রহমান, রোটার্যাক্ট এডিআরআর রো: পিপি শরীফুল ইসলাম অপু, ডিস্ট্রিক্ট জয়েন্ট সেক্রেটারী রো: সিপি আরাফাত উল মিল্লাত দিপুল ও ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেটর রো: পিপি আবুল হাসনাত রনি ও ক্লাব সেক্রেটারী আলা উদ্দিন আহমাদ রায়হান।
সম্পাদনা: আরএইচ