নিজস্ব প্রতিনিধি >>
ফেনীতে বিষ্ণুপদ রায় নামের ষাটোর্ধ অবসরপ্রাপ্ত শিক্ষককে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে এক শিক্ষক নেতার বিরুদ্ধে। রবিবার ওই শিক্ষক নেতার বিচার দাবী করে জেলা প্রশাসক মো. আমিন উল আহসানের কাছে লিখিত অভিযোগ দেন সংখ্যালঘু অসহায় এ শিক্ষক।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, ১৮ আগষ্ট অবসরপ্রাপ্ত শিক্ষক কল্যাণ ফান্ডের টাকা বিতরণ করেন জেলা শিক্ষক সমিতি। অবসরপ্রাপ্ত শিক্ষক হিসেবে ওই দিনের কোন নিমন্ত্রন না পেয়ে ২০ আগষ্ট সমিতি অফিসে খোঁজখবর নিতে যান সদর উপজেলার বেগম সামছুন নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিষ্ণুপদ রায়। কার্যালয়ে উপস্থিত সমিতির (একাংশের) অর্থ সম্পাদক ও মোটবী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম মজুমদার তাঁকে বিশ্রি ভাষায় গালি গালাজ করেন। উত্তেজিত হয়ে তিনি মালাউন বলে গালি দিলে ওই শিক্ষক প্রতিবাদ করে। এসময় তিনি বিষ্ণুপদ রায়কে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারেন ও একটি চোরা নিয়ে আক্রমন করতে এগিয়ে আসেন। এসময় লেমুয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজ উদ্দিন ও অফিস সহকারী স্বপন ওই শিক্ষককে উদ্ধার করে।
লাঞ্চিত শিক্ষক বিষ্ণুপদ রায় সমিতি কার্যালয়ে বসে এ শিক্ষক নেতার এমন আচারণ সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবী জানান।
এ বিষয়ে অভিযুক্ত আমিনুল ইসলাম মজুমদারের মুঠোফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সম্পাদনা: আরএইচ






