শহর প্রতিনিধি>>
ফেনীতে দরিদ্র ও সুবিধাবঞ্চিত স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব। বৃহস্পতিবার ফেনীর রামপুর এলাকায় প্রিমিয়ার পাবলিক স্কুলে শিক্ষা সামগ্রি বিতরণ অনুষ্ঠানে রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব’র প্রেসিডেন্ট রোটা: সাইদুল মিল্লাত মুক্তা, চার্টার সেক্রেটারী রোটা: মহিম উদ্দিন পৃথিবী, স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ কামরুল ইসলাম, সার্জেন্ট রোটা: মনিরুল ইসলাম, রোটা: ডাঃ বেলায়েত হোসেন, রোটা: বলরাম দেবনাথ, প্রোগ্রাম চেয়ারম্যান রোটা: ইমন উল হক, রোটার্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব’র চার্টার প্রেসিডেন্ট রো: আরাফাত উল মিল্লাত দিপুল, সভাপতি রো: মাখজাম হায়দার মিরাজ এ সময় উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ
রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব’র শিক্ষা সামগ্রী বিতরণ







